যে প্রাইমারি/ইংলিশ মিডিয়ামের শিক্ষকগণ ইংরেজি ক্লাস করান
যে সকল বড় শিক্ষার্থীদের ইংলিশ উচ্চারণে সমস্যা আছে
যে শিশু প্রথম ইংরেজি শেখা শুরু করছে
যে শিশুর উদ্দেশ্য শুদ্ধ ও প্রমিত উচ্চারণে ইংরেজি শেখা
যে শিশুদের বয়স ৩ থেকে ১৫ বছর
ছোট সোনামণিদের স্পোকেন ইংলিশ শেখানোর মত বাজারে এমন বই নাই বললে চলে ।
সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়ের নিকট আমার একান্ত অনুরোধ, একটু কষ্ট করে ও সময় নিয়ে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে সম্পূর্ণ বইয়ের প্রতিটি অধ্যয় আপনার সোনামণিকে অনুশীলন এবং তার সাথে ইংরেজির ছোট ছোট বাক্য ও বিভিন্ন এক্সপ্রেশনগুলো অনুশীলন করবেন। প্রয়োজনে সময় লাগুক, তবুও হতাশ না হয়ে একটু ধীরে ধীরে শিখান। বিশ্বাস করুন, আপনার আদুরের সোনামণি একদিন ইংরেজিতে কথা বলতে পারবে ইনশাআল্লাহ ।
ছোট সোনামণিরা ইংরেজিতে কথা বলুক, এটা সকল বাবা-মায়ের একান্ত চাওয়া । সেই আকাঙ্ক্ষার বাস্তবে রূপ দিতে এই বই ২টি জরুরী ।
একটি বাচ্চাকে স্পোকেন শেখাতে গিয়ে প্রথমে কি শিখতে হবে, কিভাবে শুরু করতে হবে তা পাবেন এই বইতে অনায়াসে।
এই বই ২টি তথাকথিত গৎবাধা Translation শেখানোর বইয়ের মত নয়। এই বই পড়লে হাজারও Translation আপনার বাচ্চা সহজে ইংরেজিতে তৈরী করতে পারবে ইনশাআল্লাহ ।
ইংরেজিতে কথা বলতে কি সব Grammar দরকার আছে! অবশ্যই না এবং না!! বাচ্চাদের ইংরেজিতে কথা বলতে যতটুকু Grammar- এর ধারণা দেয়া দরকার ততটুকু এই এই বই ২টিতে আছে।
ইংরেজিতে কথা বলতে ১২টি Tense দরকার নেই। ইংরেজিতে কথা বলতে মাত্র ৬টি Tense দরকার, তা একটি বাচ্চা সহজে শ্লোগানে শ্লোগানে শিখবে কোন কষ্ট ছাড়াই। । একটি বাচ্চা যদি স্বাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে তাহলে তা ইংরেজির ভয় প্রথমে কেটে যাবে এবং তার ইংরেজিতে পড়তে ও লিখতে ভাল লাগবে ।
পর্যাপ্ত প্র্যাকটিস পাশাপাশি সমসাময়িক কথোপকথোন মাধ্যমে একটি বাচ্চা তার স্বাভাবিক কথাবার্তা অনায়াসে বলতে পারবে।